1st Published, 2024
Home Delivery
Fast & Reliable Book Delivery Anywhere in Bangladesh
Cash on Delivery
Cash on Delivery Available Across Bangladesh
Happy Return
Simple & Secure Book Return Service Across Bangladesh
Call Center
24/7 Customer Support – We’re Here to Help You
বই সংক্ষেপ
পৃথিবীতে আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। কিন্তু এই সংক্ষিপ্ত জীবনের পথচলায় আমাদের পাড়ি দিতে হয় বহু চড়াই-উৎরাই, হাসি-কান্না, সুখ-দুঃখ। জীবন এক বৈচিত্র্যময় বাস্তবতা—কারও জীবন কারও মতো নয়। কেউ পারিবারিকভাবে স্বচ্ছল, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্ন-মধ্যবিত্ত, আবার কেউ একেবারেই নিঃস্ব। তবে প্রত্যেক মানুষেরই একটি নিজস্ব ব্যক্তিগত জীবন রয়েছে।
এই ব্যক্তিগত জীবনে কেউ সফল হলে সে তার সফলতা ব্যক্তিগতভাবেই প্রাপ্তি হিসেবে উপভোগ করে, আর কোনো ব্যর্থতা ঘটলে সেই ব্যর্থতার কষ্টও তাকে একাই বহন করতে হয়।
যেমন— কেউ যদি পানিতে নামে, ভিজবে তাকেই; অন্য কেউ তাতে ভিজবে না। ঠিক তেমনি জীবনের সফলতা ও ব্যর্থতার দায়-বোঝা শেষ পর্যন্ত মানুষকেই নিজে বহন করতে হয়। তাই ব্যক্তিগত জীবন পরিচালনায় সচেতনতা অত্যন্ত জরুরি।
বর্তমান সময়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, ব্যবসা, চাকরি, দাম্পত্য জীবন—সব জায়গাতেই এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার ভেতর অসচেতনতায় ডুবে গেলে নিজেকে ক্ষতিগ্রস্ত করার আশংকা প্রবল। তাই ছাত্রজীবন থেকেই সতর্ক ও সচেতন হয়ে গড়ে ওঠা অপরিহার্য।
এই বইয়ে এমন কিছু মূল্যবান উপদেশ ও জীবনঘনিষ্ঠ দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যা আন্তরিকভাবে অনুসরণ করলে মুসলিম ছাত্র-ছাত্রীদের জীবন গঠনে মহৌষধের মতো কার্যকর হতে পারে। আমাদের সমাজে অনেক অভিভাবক রয়েছেন, যারা সন্তানদের কল্যাণ কামনায় অনেক কিছু বলতে চান, বোঝাতে চান; কিন্তু বর্তমান পরিবেশ ও পরিস্থিতির কারণে সব কথা তারা সন্তানদের সামনে প্রকাশ করতে পারেন না। এই বইয়ে তাদেরই না বলা কথাগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
প্রকৃতপক্ষে, অভিভাবকদের সার্বিক সহযোগিতা ছাড়া সন্তানরা কাক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। সুতরাং প্রত্যেক অভিভাবকেরই উচিত তাদের সন্তানদের হাতে বইটি তুলে দেওয়া এবং পড়তে উৎসাহিত করা।
মহান আল্লাহ তাআলা মুসলিম ছাত্র-ছাত্রীদেরকে দ্বীনি ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন—আমীন।
পরিশেষে কবির ভাষায়—
“যেদিন তুমি এসেছিলে ভবে,
কেঁদে ছিলে একা তুমি, হেসেছিল সবে।
এমন জীবন তুমি গড়িও মনপ্রাণে,
মরণে হাসো তুমি—
কাঁদুক ভুবন সারা জানে।”
Best Selling Books
75.00$ Original price was: 75.00$.45.00$Current price is: 45.00$.
60.00$ Original price was: 60.00$.40.00$Current price is: 40.00$.
70.00$ Original price was: 70.00$.50.00$Current price is: 50.00$.
350.00$ Original price was: 350.00$.245.00$Current price is: 245.00$.